রবিবার, ৮ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৪ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোর-১ আসনে আওয়ামী লীগের মনোনিত নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের জন্য নৌকায় ভোট চাওয়ার অভিযোগে লালপুর উপজেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়িয়া ইউপি চেয়ারম্যান ছিদ্দিক আলী মিষ্টুকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।
বুধবার (৩ জানুয়ারি) সন্ধ্যায় বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, দলীয় শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার সুনির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে নাটোর জেলার লালপুর থানা বিএনপির ২ নম্বর যুগ্ম-আহ্বায়ক ছিদ্দিক আলী মিষ্টুকে বিএনপির প্রাথমিক সদস্যপদসহ সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করা হয়েছে।
দলীয় নেতা-কর্মীরা বলছেন, গত ৯ ডিসেম্বর সন্ধ্যায় উপজেলার বিলমাড়িয়া সরকারি মাঠে আয়োজিত এক ফুটবল টুর্নামেন্টের পুরস্কার বিতরণি অনুষ্ঠানে নৌকার প্রার্থী শহিদুল ইসলাম বকুলের জন্য ছিদ্দিক আলী মিষ্টু ভোট চেয়েছিলেন।
ওই অনুষ্ঠানে বিএনপির নেতা মিষ্টু বলেছিলেন, ‘আমি আপনাদের কাছে মামার (শহিদুল ইসলাম বকুল) জন্য দোয়া চাই, সবাই দোয়া করবেন। ৭ জানুয়ারি মামা যে নির্বাচন করছেন, আমি আপনাদের চেয়ারম্যান হিসেবে আহ্বান করছি, আপনারা সবাই মামাকে ভোট দেবেন, ইনশাল্লাহ।’
এবিষয়ে ছিদ্দিক আলী মিষ্টু বলেন, ওই অনুষ্ঠানের বক্তব্যকে এডিট করে উপজেলা বিএনপির একটি অংশ কেন্দ্রে পাঠিয়েছে। তারা কেন্দ্রীয় কমিটিকে ভুল বুঝিয়ে আমার বিরুদ্ধে এই আদেশ প্রদান করিয়েছে। আমি বিএনপির সঙ্গে আছি, আগামীতেও থাকবো।
লালপুর উপজেলা বিএনপির সদস্য সচিব হারুনার রশিদ পাপ্পু বলেন, মিষ্টু উন্মুক্ত জনসভায় বক্তব্য রেখেছেন, যা সবাই জানেন। দলের কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্তে তাঁকে বহিষ্কার করা হয়েছে।