লালপুরে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট: এপ্রিল ২১, ২০২৪, ৯:৩৭ অপরাহ্ণ


লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে পুকুরের পানিতে ডুবে নুর নামে আড়াই বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। রোববার (২১ এপ্রিল) সকাল ১১ টার দিকে উপজেলার চংধুপইল ইউনিয়নের উত্তর বাওড়া গ্রামে এঘটনা ঘটে। নূর একই এলাকার সাগরের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে ৮নং ইউপি সদস্য মনিরুল ইসলাম বলেন, বাড়ির পাশে খেলাধুলা করতে গিয়ে সবার অগোচরে দক্ষিণ বাওড়া গ্রামের আব্দুল আজিজের ছেলে রুসুর পুকুরে পড়ে যায় নূর। পরে পুকুরের পানিতে ওই শিশুটির লাশ ভাসতে দেখে পরিবারের লোকজন তাকে উদ্ধার করে মুক্তার জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এ বিভাগের অন্যান্য সংবাদ