লালপুরে পৌর বিএনপির কর্মিসমাবেশ অনুষ্ঠিত

আপডেট: নভেম্বর ৫, ২০২৪, ২:০১ অপরাহ্ণ


লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুর উপজেলার গোপালপুর পৌর বিএনপির আয়োজনে কর্মিসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিকেলে গোপালপুর পৌরসভা এলাকার ঐতিহাসিক কড়ইতলা সিএনজি স্ট্যান্ডে এই সমাবেশ হয়। পৌর বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি বুলবুল খাঁনের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন গোপালপুর পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম রানা।

এসময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন পৌর যুবদলের আহ্বায়ক আবুল খায়ের একে, বিএনপির নেতা আমিনুল ইসলাম টমি, গোপালপুর পৌর বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক শাহিনুর আলম শাহিন, পৌর যুবদলের যুগ্ম আহ্বায়ক আরিফুল হক সুমন প্রমুখ। এছাড়া উপজেলা ও পৌর সহ বিভিন্ন ইউনিয়ন বিএনপির ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।