লালপুরে প্রতিপক্ষের ধাক্কায় মুক্তিযোদ্ধার স্ত্রীর মৃত্যু

আপডেট: মার্চ ২১, ২০২৩, ১১:২৬ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে জমি নিয়ে দ্বন্দ্বের জেরে প্রতিপক্ষের ধাক্কায় আসিয়া বেগম (৬৫) নামে এক বৃদ্ধার মৃত্যুর অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (২১ মার্চ) সকাল সাড়ে ১০ টার দিকে উপজেলার আড়বাব ইউনিয়নের বড়বড়িয়া গ্রামে এঘটনা ঘটে। নিহত ওই নারী একই এলাকার বীর মুক্তিযোদ্ধা শাফাতুল্লাহর স্ত্রী।

নিহত বৃদ্ধার ছেলে রায়হানুল ইসলাম জানান, ক্রয় করে ৪৬ শতাংশ জমি তারা দীর্ঘদিন ধরে ভোগদখল করে খাচ্ছিল। এখন ওই জমির মালিকানা দাবি করছে ইয়ার উদ্দিনের ছেলে আব্দুল মান্নান, বাক্কাররা। এনিয়ে মামলার রায় পেয়েছি। তারপরও বিবাদীরা ওই জমি দখলের চেষ্টা করছেন, এঘটনায় মামলা চলমান রয়েছে। এনিয়ে সকালে উভয় পক্ষের কথা কাটাকাটির এক পর্যায়ে হাতাহাতিতে জড়িয়ে পড়েন। এসময় দুই পক্ষকে থামতে গেলে প্রতিপক্ষের ধাক্কায় তার মা মাটিতে পড়ে অচেতন হয়ে গেলে তাকে উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এবিষয়ে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার জামিলা আক্তার বলেন, ওই নারীকে হাসপাতালে নিয়ে আসার পূর্বে তার মৃত্যু হয়েছে। তার ডান হাতে আঘাতে চিহ্ন রয়েছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহা. মোনোয়ারুজ্জামান বলেন, এবিষয়ে অভিযোগ সাপেক্ষে আইনআনুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ