লালপুরে প্রস্তুতিমূলক সভা

আপডেট: জানুয়ারি ১০, ২০২৪, ২:১২ অপরাহ্ণ


লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে ৫২তম শীতকালীন জাতীয় স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া প্রতিযোগিতা-২০২৪ উপলক্ষে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১০ জানুয়ারি) সকালে উপজেলা স্কুল, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা ক্রীড়া সমিতির আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে এ প্রস্তুতিমুলক সভা অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ইসাহাক আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, একাডেমিক সুপার ভাইজার সাদ আহম্মেদ শিবলী, মাধ্যমিক শিক্ষা অফিসার ওয়াজেদ মিঞা প্রমুখ।
অনুষ্ঠানে গোপালপুর উচ্চবিদ্যালয়, বরমহাটী উচ্চবিদ্যালয়, সাদীপুর উচ্চবিদ্যালয় ও পাটিকাবাড়ি বেলায়াতে খান উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের অবসর জনিত বিদায় সংবর্ধনা দেওয়া হয়।

এ বিভাগের অন্যান্য সংবাদ