লালপুরে প্রাইভেটকারে তল্লাশি করে মিলল ফেনসিডিল, দুইভাই গ্রেপ্তার

আপডেট: সেপ্টেম্বর ১০, ২০২৪, ৯:২৪ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে দেড়শ বোতল ফেনসিডিলসহ দুইভাইকে গ্রেপ্তার করেছে পুলিশ।মঙ্গলবার (১০ সেপ্টেম্বর) ভোরে উপজেলার চকবাদেকুলপাড়া এলাকায় কালো রঙের প্রাইভেটকার থেকে এই ফেনসিডিল উদ্ধার ও দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন, রাজশাহীর বাঘা উপজেলার মুনছারের ছেলে জিয়া (৪৫) ও আশরাফুল ইসলাম (২৭)।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাছিম আহম্মেদ বলেন, লালপুর থানাধীন চকবাদেকুলপাড়া এলাকায় সন্দেহভাজন একটি কালো রংয়ের প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে চালিয়ে ১৫০ বোতল ফেন্সিডিলসহ দুইজনকে গ্রেপ্তার করে লালপুর থানা পুলিশ। ওই দুইজনকে আসামি করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের হয়েছে। গ্রেপ্তারকৃত ব্যক্তিদের দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়ে দেওয়া হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ