লালপুরে ফেন্সিডিলসহ তিন নারী গ্রেফতার

আপডেট: ফেব্রুয়ারি ২০, ২০১৭, ১২:১৯ পূর্বাহ্ণ

নাটোর অফিস



নাটোরের লালপুরে ৯০ বোতল ফেন্সিডিলসহ ৩ নারীকে গ্রেফতার করেছে পুলিশ। গতকাল রোববার দুপুরে উপজেলার গোপালপুর পৌর এলাকার মধুবাড়ি তোফাকাটা এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন, রাজশাহীর মতিহার থানার চকবেলঘরিয়া গ্রামের মৃত ইদ্রিস আলীর স্ত্রী হাজেরা বেওয়া (৭৫), আছকান আলীর স্ত্রী বেদেনা (৬০) ও রিয়াজ উদ্দিনের স্ত্রী বেলী বেগম (৫০)।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতরা সকলেই মাদক ব্যবসার সাথে জড়িত। দুপুরে তারা একটি অটোরিক্সায় করে বাঘা উপজেলা থেকে নাটোর শহরের দিকে যাচ্ছিল। গোপন সংবাদের ভিত্তিতে দুপুরের দিকে অভিযান চালিয়ে তাদের গোপালপুর পৌর সভার মধুবাড়ি তোফাকাটা এলাকা থেকে আটক করা হয়। এসময় তাদের কাছে ৯০ বোতল ফেন্সিডিল পাওয়া যায়। এই ঘটনায় তাদের বিরুদ্ধে থানায় মাদক আইনে মামলা রুজু করা হয়েছে।