লালপুরে বর্ণিল আয়োজনে নতুন বছর বরণ

আপডেট: এপ্রিল ১৫, ২০২৫, ২:৪১ অপরাহ্ণ


লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে উপজেলা প্রশাসন ও রাজনৈতিক দল সহ শিক্ষা প্রতিষ্ঠানের বর্ণিল আয়োজনে মধ্য দিয়ে ১৪৩২ বাংলা নতুন বছরবরণ করা হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে বর্ষবরণ ও আনন্দ শোভাযাত্রা বের করা হয়।

আনন্দ শোভাযাত্রাটি লালপুর-বনপাড়া সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে শেষ হয়। এসময় অংশগ্রহণ করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ মেহেদী হাসান, উপজেলা সহকারী কমিশনার ভূমি আজিজুল কবির, কৃষি কর্মকর্তা প্রীতম কুমার হোড়, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ওয়াজেদ আলী মৃধা, প্রমুখ। এছাড়া লালপুর উপজেলা ও পৌর বিএনপির এবং সহযোগী সংগঠনের আয়োজনে বর্ষবরণ ও আনন্দ উৎসব পালন করা হয়েছে।

উপজেলার কলসনগর উচ্চ বিদ্যালয়ের মাঠে এই উৎসব পালন করা হয়। এসময় মোবাইল ফোনে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা বিএনপির যুগ্ম আহবায়ক এ্যাডভোকেট ফারজানা শারমিন পুতুল। অনান্যর মধ্যে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনার রশিদ পাপ্পু,গোপালপুর পৌর বিএনপির সাবেক আহ্বায়ক ও পৌরসভার সাবেক মেয়র নজরুল ইসলাম মোলাম

,উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক ও বিলমাড়ীয়া ইউনিয়নের চেয়ারম্যান সিদ্দিক আলী মিষ্টু,উপজেলা যুবদলের আহ্বায়ক আ: সালাম , পৌর বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক আসলাম আলী, দুয়ারিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক কাজী মোহাম্মদ আলী জিন্নাহ প্রমুখ।

অন্যদিকে নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিমিটেড এর লেডিস ক্লাবের আয়োজনে শোভাযাত্রা বের করা হয় ও পান্তা উৎসব পালন করা হয়। এসময় নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ ফরিদ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেডিস ক্লাবের সভানেত্রী এফ নুসরাত জাহান হেপী প্রমুখ।

 

এ বিভাগের অন্যান্য সংবাদ