লালপুরে বালু মহাল ঘিরে সন্ত্রাস-চাঁদাবাজি, পুলিশের বিরুদ্ধেও অভিযোগ

আপডেট: জুন ১২, ২০২৫, ১০:৫৫ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে বৈধভাবে ইজারা নেওয়া বালুমহালে চাঁদাবাজি, হয়রানি ও ঈশ্বরদী পুলিশের পক্ষপাতিত্বের অভিযোগ তুলেছে ইজারাদার প্রতিষ্ঠান মোল্লা ট্রেডার্স।
বৃহস্পতিবার (১২ জুন) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের লক্ষীপুর পদ্মাপাড়ে এক সংবাদ সম্মেলনে এসব অভিযোগ করেন ঠিকাদারি প্রতিষ্ঠানটির অংশিদার মেহফুজ হক সোহাগ ।

সংবাদ সম্মেলনে দাবি করা হয়, উপজেলার দিয়ার বাহাদুর মৌজায় ৯ কোটি ৬০ লাখ টাকা রাজস্ব দিয়ে তারা বালু মহালের ইজারা নেয়। এরপর থেকে পাবনার ঈশ্বরদীর বিএনপি নেতা জাকারিয়া পিন্টুর অনুসারীরা প্রতিদিন ৫ লাখ টাকা চাঁদা দাবি করে আসছেন। চাঁদা না দিলে শ্রমিকদের মারধর, বালুবাহী নৌযানে বাধা এবং মিথ্যা মামলার ভয় দেখানো হচ্ছে।

ইজারাদারদের অভিযোগ, ঈশ্বরদী থানার নতুন ওসি দায়িত্ব নেওয়ার পর থেকে এসব অপকর্মে পরোক্ষভাবে সহায়তা করছেন। ফলে বৈধভাবে রাজস্ব দিয়ে বালু পরিবহন করতেও বাধার সম্মুখীন হচ্ছেন তাঁরা।
সংবাদ সম্মেলনে আরও বলা হয়, , এ অবস্থায় বৈধভাবে ব্যবসা চালানো কঠিন হয়ে পড়েছে। তারা ঘটনার বিচার বিভাগীয় তদন্ত ও নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানান।
এ বিষয়ে জানতে চাইলে বিএনপি নেতা জাকারিয়া পিন্টু বলেন, এসব ঘটনার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই।
তবে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আ.স.ম আব্দুন নুরকে মোবাইল ফোনে একাধিকবার কল করা হলেও তিনি রিসিভ করেননি।

এ বিভাগের অন্যান্য সংবাদ