শনিবার, ২ ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৭ অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে রেজিয়া (৭০) নামের এক বৃদ্ধার রহস্যজনক মৃত্যু হয়েছে। এঘটনায় ওই বৃদ্ধার ছেলে নজরুল ইসলাম (৪৬) কে গ্রেফতার করেছে পুলিশ।
বৃহস্পতিবার (১০জুন) ভোরে উপজেলার কলসনগর কাজীপাড়া গ্রামে এঘটনা ঘটে। রেজিয়া একই এলাকার মৃত মকবেদ মন্ডলের স্ত্রী।
স্থানীয়রা ও দুয়ারিয়া ইউনিয়ন পরিষদের মহিলা সদস্য রোজিনা খাতুন জানিয়েছেন, রেজিয়ার স্বামী মারা যাওয়ার পর থেকে জমি নিয়ে তার ছেলে নজরুল ইসলাম ও তার ছেলের বউয়ের সঙ্গে মাঝে মধ্যে ঝগড়া বিবাদ চলে আসছিল। গত বুধবার এর জের ধরে বাকবিতণ্ডা হয়।
পরে ওই বৃদ্ধা রাতের কোন এক সময়ে গলায় দড়ি দিয়ে আত্মহত্যা করে বলে সবাইকে জানায় ছেলে নজরুল ইসলাম। তবে ওই বৃদ্ধার মেয়ে অভিযোগ তার মাকে আত্মহত্যায় বাধ্য করেছে তার ভাই ও ভাবী।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন জানান, এঘটনায় ওই বৃদ্ধার মেয়ে শাহানাজের অভিযোগের ভিত্তিতে নজরুল ইসলামকে গ্রেপ্তার করে নাটোর আদালতে পাঠানো হয়েছে এবং লাশ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হয়। ময়নাতদন্তের রিপোর্ট না পওয়া প্রযন্ত মৃত্যুর সঠিক কারণ জানা যাবে না।