লালপুরে যুব মহিলা লীগের প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

আপডেট: জুলাই ৬, ২০২৪, ৯:৩৯ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে আওয়ামী যুব মহিলা লীগের ২২ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
শনিবার (৬ জুলাই) সকাল সাড়ে ১১ টার দিকে উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে উপজেলা যুব মহিলা লীগের আয়োজনে এউপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

এতে উপজেলা যুব মহিলা লীগের সভাপতি জান্নাতুল ফৈরদৌস কেয়ার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।

এসময় সাধারণ সম্পাদক জেওরানা আক্তার জেনির সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি পারভীন আক্তার বানু প্রমূখ।