মঙ্গলবার, ১৮ মার্চ, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ চৈত্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধি:নাটোরের লালপুরে প্রায় দেড় কোটি টাকা ব্যয়ে পৃথক দুইটি রাস্তার উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ।
সোমবার (১৯ ফেব্রুয়ারি) বিকালে উপজেলার দুয়ারিয়া ইউনিয়নের কুজিপুকুর দিঘীরপাড় মোড় হতে আহমেদপুর ১ হাজার ৩০ মিটার ও রেজাউলের দোকান হতে আফতাব সড়ক ভায়া কবিরাজবাড়ী পর্যন্ত ৫৭২ মিটার রাস্তার ভিত্তি প্রস্তর স্থাপন করা হয়।
কাজের উদ্বোধনের সময় অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন, লালপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, নাটোর জেলা আওয়ামী লীগের সাবেক সদস্য অধ্যাপক আমজাদ হোসেন, উপজেলা মহিলা লীগের সভাপতি পারভীন আক্তার বানু প্রমূখ।