রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধি:কম্বল নিয়ে মিটি মিটি চোখে তাকিয়ে আছে ষাটোর্ধ বৃদ্ধা চারু বেগম। শীত নিবারণে সামান্য কম্বল হাতে পেয়ে আনন্দে উৎফুল্ল তিনি। আর এমনি তিন শতাধিক হতদরিদ্র মানুষের মুখে প্রাণবন্ত হাসি ফুটিয়েছে লাভলী ফাউন্ডেশন।
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) বিকালে নাটোরের লালপুর উপজেলার গোপালপুরে এসব প্রান্তিক মানুষের হাতে শীতবস্ত্র তুলে দেন গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি।
এসময় মিটি মিটি চারু ও মদেনা বেগম বলেন, হাড় কাঁপানো ঠান্ডায় কষ্ট পাইছি। ট্যাকার জন্যে গরম কাপুড় কিনতে পারি নি। লেনি মা আমারে ঢাকা থ্যাকি কম্বল পাঠাইছে, এতে আমরা খুশি হয়ছি।
এবিষয়ে গোপালপুর পৌরসভার মেয়র রোকসানা মোর্ত্তজা লিলি বলেন, প্রায় ১৭ বছর ধরে মানুষের কল্যানের কাজ করছে লাভলী ফাউন্ডেশন। সেই ধারাবাহিকতায় শীতার্ত মানুষের মাঝে উষ্ণতার পরশ ছড়াতে কম্বল মিটি মিটি উপহার দেওয়া হচ্ছে। সামর্থ্য অনুযায়ী সমাজের বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানিয়ে তিনি বলেন, নিজ নিজ এলাকায় বৃত্তবানরা এগিয়ে এলে অসহায় দরিদ্র শীতার্ত মানুষগুলো উপকৃত হবে।