রবিবার, ১৫ ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ৩০ অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে সাবেক সংসদ সদস্য ও একুশে পদকপ্রাপ্ত (মরণোত্তর), বীর মুক্তিযোদ্ধা শহীদ মমতাজ উদ্দিনের ২১ তম শাহাদাৎ বার্ষিকী পালিত হয়েছে।
বৃহস্পতিবার (৬ জুন) সকালে উপজেলার দাইড়পাড়ায় চিরঞ্জীব শহীদ মমতাজ উদ্দিন স্মৃতি সৌধে পুস্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।
পরে উপজেলা অডিটোরিয়ামে উপজেলা আওয়ামী লীগের আয়োজনে আয়োজিত স্মরণ সভায় সভাপতি আফতাব হোসেন ঝুলফুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন নাটোর-১ আসনের সংদস্য ও মমতাজ উদ্দিনের ছোট ভাই বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
এর আগে, সকালে পৃথক ভাবে মমতাজ উদ্দিনের স্মৃতিস্তম্ভে পুষ্পস্তবক অর্পন করেন উপজেলা পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান ও তার একমাত্র ছেলে শামীম আহমেদ সাগর। এসময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাঘা, এবি ইউপি চেয়ারম্যান গোলাম মোস্তফা আসলাম, দুয়ারিয়া ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম লাভলু প্রমূখ।
উল্লেখ্য, ২০০৩ সালের ৬ জুন রাত ১০টার দিকে গোপালপুর থেকে নিজবাড়ি মিল্কিপাড়ায় ফিরার পথে গোপালপুর-আব্দুলপুর সড়কের দাইঁড়পাড়া এলাকায় জনপ্রিয় এই আওয়ামী লীগ নেতাকে কিছু দুস্কৃতিকারীরা কুপিয়ে হত্যা করে। তার এই অকাল মৃত্যুতে লালপুরের আ.লীগ নেতৃত্বশূণ্য হয়ে পরে। জনপ্রিয় এই বর্ষিয়ান নেতাকে হারিয়ে আ.লীগ ও তার সহযোগী সংগঠনের নেতাকর্মীদের মাঝে নেমে আসে এক অন্ধকারের ঘনঘটা।
পরে ২০০৩ সালের ৭ জুলাই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী ও বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা শহীদ জননেতা মমতাজ উদ্দিনের স্মরণে করিমপুর সরকারী উচ্চ বিদ্যালয়ে মাঠে এক স্মরণ সভা করেন। পরে যে স্থানে শহীদ মমতাজ উদ্দিন কে হত্যা করা হয় সেই স্থানে তার স্মৃতির স্মরণে চিরঞ্জিব শহীদ মমতাজ উদ্দিন নামে একটি স্মরণ সৌধ তৈরী করা হয়। তৎকালীন ২০০৪ সালের ৬ জুন বাংলাদেশ আ.লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আব্দুল জলিল স্মরণ সৌধটি উদ্বোধন করেন।