বুধবার, ২৯ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৫ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বাঘা প্রতিনিধি
নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রী কলেজের বাংলা বিভাগের শিক্ষক মোশাররফ হোসেন হত্যার রহস্য ১০ দিনেও উদ্ঘাটন করতে পারে নি পুলিশ। এই নিয়ে পরিবার হতাশায় মধ্যে রয়েছে।
নিহত কলেজ শিক্ষকের ছোট ভাই মামলার বাদী মোফাজ্জল হোসেন তুহিন বলেন, ১০ দিন হলো ভাই মারা যাওয়ার। কিন্তু পুলিশ কাউকে গ্রেফতার বা হত্যার রহস্য উদঘাটন করতে পারেনি। আমরা কোন ভরসা পাচ্ছিনা।
নিহত শিক্ষক মোশাররফ হোসেন রাজশাহী বাঘা উপজেলার পীরগাছা গ্রামের কৃষক মোহাম্মদ আলীর ছেলে। তিনি নাটোরের লালপুর উপজেলার মোহরকয়া ডিগ্রী কলেজের বাংলা বিভাগের শিক্ষক ছিলেন।
নিহতের স্ত্রী আয়সা বেগম রিমা বলেন, ১২ জানুয়ারি কলেজ থেকে বাড়ি ফেরার পথে লালপুর উপজেলার সীমান্তের বাদলিবাড়ি নামকস্থানে ফিল্মি স্টাইলে মোটরসাইকেল থামিয়ে দুর্বৃত্তরা গুলি করে হত্যা করে আমার স্বামীকে। হত্যার পরের দিন ৩/৪ জনের অজ্ঞাতদের আসামি করে মামলা দায়ের করা হয়েছে। কিন্তু গতকাল শনিবার পর্যন্ত হত্যাকারিদের কাউকে গ্রেফতার বা শনাক্ত করতে পারে নি পুলিশ।
নিহত মোশাররফের বাবা মোহাম্মদ আলী বলেন, তার কোনো শত্রু ছিল না। কি কারনে তাকে হত্যা করা হয়েছে তা বুঝতে পারছি না। তবে পুলিশ এখনো কাউকে গ্রেফতার করতে পারে নি।
লালপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু ওবায়েদ বলেন, হত্যাকারিদের কাউকে এখনও শনাক্ত করা সম্ভব হয়নি। তবে এ বিষয়টি নিয়ে পুলিশ খুবই গুরুত্ব সাথে কাজ করেছে। ঘটনার আশপাশের লোকজনের কাছ থেকেও তথ্য নেয়া হচ্ছে। তবে ছিনতাই, লেনদেন, কোন্দল কিংবা অন্য কোন কারনে তাকে হত্যা করা হয়েছে কি না এইসব খুঁজে বের করার চেষ্টা চলছে। অচিরেই শিক্ষক হত্যার ঘটনায় জড়িতদের চিহ্নিত করে গ্রেফতার করা সম্ভব হবে।