লালপুরে শিবির নেতা গ্রেফতার

আপডেট: অক্টোবর ৩১, ২০২৩, ৭:৪৩ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে জয়নাল আবেদীন বিজয় (২০) নামে এক ছাত্র শিবির নেতাকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (৩১ অক্টোবর) দুপুরে তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠিয়েছে পুলিশ। বিজয় উপজেলার ভেল্লাবাড়িয়া গ্রামের বিপ্লব হোসেনের ছেলে ও শিবিরের দুড়দুড়িয়া দক্ষিণ ইউনিয়ন শাখার সভাপতি।
এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) উজ্জ্বল হোসেন বলেন, সোমবার রাত দুইটার দিকে উপজেলার ভেল্লাবাড়িয়ায় বিএনপি জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচিতে নাশকতা সৃষ্টির প্রস্তুতির সময় জয়নাল আবেদীন নামে একজনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version