বৃহস্পতিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, ২৮ ভাদ্র, ১৪৩১ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধিঃ
নাটোরের লালপুরে গোপালপুর নর্থ বেঙ্গল সুগার মিলস্ পৌর মহাশ্মশানে শিব শিলায় পবিত্র গঙ্গাজল অর্পণ উপলক্ষে ২৩ তম মহাপূণ্য নগ্ন পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকালে নর্থ বেঙ্গল সুগার মিলস্ হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের আয়োজনে নর্থ বেঙ্গল সুগার মিলস্ পৌর মহাশ্মশানে শিব শিলায় পবিত্র গঙ্গা জল অর্পন করা হয়।
এসময় নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ ব্যাবস্থাপণা পরিচালক কৃষিবিদ খবির উদ্দিন মোল্যার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নাটোর-১ (লালপুর-বাগাতিপাড়া) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাড. আবুল কালাম আজাদ।
অন্যান্যের মাধ্যে উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, গোপালপুর পৌরসভার মেয়র রোকাসানা মোর্ত্তজা লিলি, সাবেক মেয়র মুঞ্জুরুল ইসলাম বিমল, জেলা আওয়ামীলীগের সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক সাইফুল ইসলাম, নর্থ বেঙ্গল সুগার মিলস্ লিঃ শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, উপজেলা আওয়ামীলীগের সাবেক মহিলা বিষয়ক সম্পাদিকা কাজী আছিয়া জয়নুল বেনু, হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্ট লালপুর উপজেলা শাখার সভাপতি সুবোধ কুমার পাঠক, সাধারণ সম্পাদক প্রদিপ কুমার প্রমুখ।