লালপুরে শিশুসহ দুইজনের অপমৃত্যু

আপডেট: মে ২৯, ২০২৪, ১০:১৪ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে পৃথক ঘটনায় শিশুসহ দুইজনের অপমৃত্যু হয়েছে। বুধবার (২৯ মে) দুপুরে উপজেলার ঈশ্বরদী ইউনিয়নের চামটিয়া গ্রামে পানিতে ডুবে রাব্বি (৮) নামে এক শিশুর মৃত্যু হয় এবং শিবনগর গ্রামে গলা ফাঁস দিয়ে শামীম আহমেদ (৩০) নামে এক যুবক আত্মহত্যা করে। রাব্বি উপজেলার রামকৃষ্ণপুর কসাইপাড়া গ্রামের রিমন আলীর ছেলে ও শামীম শিবনগরের মৃত ভট্ট মন্ডল ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাসিম আহম্মেদ বলেন, উপজেলার চামটিয়া গ্রামে নানা ছিদ্দিক আলীর বাড়িতে বেড়াতে গিয়ে একটি ইটভাটার পুকুরে পড়ে যায় রাব্বি। বাড়ির লোকজন তার সন্ধান না পেয়ে খোঁজাখুঁজি শুরু করলে সেই ইটভাটার পুকুরের পানিতে ভাসতে দেখে। পরে রাব্বিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

এছাড়া, দুপুরে শামীম তার নিজ শয়ন কক্ষে গলায় ওড়না পেঁচিয়ে আত্মহত্যা করে। লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নাটোর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এঘটনায় লালপুর থানায় অপমৃত্যু দায়ের হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version