লালপুরে শ্রমিকনেতা মঞ্জু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তারের দাবি

আপডেট: জুন ১, ২০২৪, ৯:০০ অপরাহ্ণ


লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের শ্রমিক ও কর্মচারী ইউনিয়নের (সিবিএ) সাবেক ভারপ্রাপ্ত সভাপতি মঞ্জুর রহমান মঞ্জু হত্যায় জড়িতদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে শোক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (১ জুন) সকাল ১১টার দিকে চিনিকলের প্রশাসনিক ভবনের সামনে এই কর্মসূচি পালন করেন শ্রমিক-কর্মচারীরা।

এসময় বক্তব্য রাখেন, সিবিএ সভাপতি আশফাকুজ্জামান উজ্জল, সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু, সাংগঠনিক সম্পাদক আব্দুল মোমিন, নিহত মঞ্জুর ছোট ভাই মোস্তাফিজুর রহমান মোস্তাক প্রমুখ।

এসময় বক্তারা, শ্রমিকনেতা মঞ্জুর রহমান মঞ্জু হত্যার প্রধান আসামি হাসান আলী টুমনকে আইনের আওতায় এনে বিচারের মাধ্যমে ফাঁসি দেওয়ার দাবি জানান।
উল্লেখ্য, গত ৩০ এপ্রিল রাত সাড়ে ১০ টার দিকে আজিমনগর রেলওয়ে স্টেশন ভবনের সামনে মঞ্জুরকে গুলি হত্যা করে দুর্বৃত্তরা। এঘটনায় নিহত মঞ্জুর ভাই মাসুদ রানা বাদি হয়ে লালপুর থানায় ১৬ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করেছেন।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version