লালপুরে সিআইসিকে বদলির প্রতিবাদে আখচাষিদের বিক্ষোভ

আপডেট: নভেম্বর ৪, ২০২৪, ৯:০১ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরে লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলের পানসিপাড়া ইক্ষু ক্রয় কেন্দ্র-১ এর সিআইসি শাফি উদদৌলাকে বদলি করার প্রতিবাদে ও তাকে পূর্ণবহালের দাবিতে প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে স্থানীয় আখচাষিরা।
সোমবার (৪ নভেম্বর) সকাল ১১টায় উপজেলার পানসিপাড়া ইক্ষু ক্রয় কেন্দ্রের সামনে এই কর্মসূচি পালন করেন তারা।

এসময় বক্তব্য জানান, গত ২৯ অক্টোবর সিআইসি শাফিউদদৌলাকে পানসিপাড়া কেন্দ্র-১ ইক্ষু ক্রয় কেন্দ্রে পদায়ন করা হয়। পরবর্তীতে অর্থের বিনিময়ে সংশ্লিষ্টরা শাফিউদদৌলাকে সরিয়ে অন্য একজনকে এখানে দিয়েছে বলে অভিযোগ করেন তারা। দ্রুত শাফিউদদৌলাকে পূর্ণবহালের দাবি জানান বক্তরা।
এতে বিলমাড়ীয়া ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও ইক্ষু কেন্দ্রের সভাপতি সাজদার রহমানের সভাপতিত্বে অন্যানের মধ্যে বক্তব্য রাখেন, সাবেক ইউপি সদস্য হুমায়ুন কবির, আখচাষি মোজাম্মেল হক, ফজলুল হক প্রমুখ।

এ বিষয়ে নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক খবির উদ্দিন মোল্যা বলেন, শাফিউদদৌলাকে পানসিপাড়া সেন্টারে পদায়ন করা হয়েছিল তবে সেটি অনিবার্য কারণে স্থগিত করা হয়েছে। সে রাজনৈতিক ভাবে বিভিন্ন জায়গা থেকে বিতর্কিত। ওখানে একটি গ্রুপ তাকে চাই, অন্য আরেকটি গ্রুপ তাকে চাই না। বিষয়টি আমি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।

Exit mobile version