লালপুরে স্বাস্থ্য সেবিকার গলাকাটা লাশ উদ্ধার

আপডেট: নভেম্বর ২৪, ২০২৩, ৪:২৮ অপরাহ্ণ

 

লালপুর প্রতিনিধি :


নাটোর লালপুরে মাহমুদা আক্তার বিথী (৩২) নামে এক নার্সের জবাই করা লাশ উদ্ধার করা হয়েছে।
শুক্রবার (২৪ নভেম্বর) সকাল ৮টার দিকে উপজেলার গোপালপুর তোফাকাটা মোড় এলাকায় মজিবর রহমানের জমি থেকে তার লাশ উদ্ধার করা হয়। নিহত নারী উপজেলার বরমহাটি গ্রামের আমজাদ হোসেনের মেয়ে এবং গোপালপুর মুক্তার জেনারেল হাসপাতালে নার্স পদে চাকরি করতেন।

এবিষয়ে লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উজ্জ্বল হোসেন বলেন, শুক্রবার সকালে জমিতে কালাই ডাল কাটতে এসে মৃতদেহ পড়ে থাকতে দেখেন দিনমজুররা। পরে স্থানীয়রা থানায় খবর দিলে পুলিশ ঘটনাস্থল পৌঁছে লাশ উদ্ধার করে।

নিহতের বাবা আমজাদ হোসেন বলেন, বৃহস্পতিবার সকালে তার মেয়ে বাড়ি থেকে বের হয়ে ক্লিনিকে যান। কিন্তু ডিউটি শেষে রাতেও বাড়িতে না ফেরায় বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করতে থাকেন। কিন্তু কোনো সন্ধান পাননি। সকালে খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে মেয়ের লাশ শনাক্ত করেন। তার মেয়ের দুটি সন্তান রয়েছে। দুই বছর আগে জামাইয়ের সাথে তালাক হয়ে যায়।

অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব ঘটনাস্থল পরিদর্শন করে বলেন, সিআইডি তদন্ত দল হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদঘাটনে নেমেছে। যতদ্রুত সম্ভব ঘটনায় জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।

Exit mobile version