লালপুরে ৩ দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণ

আপডেট: জুন ২৯, ২০২৪, ৮:১৯ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুর উপজেলা কৃষি সম্প্রসারণ অদিধপ্তরের আয়োজনে ৩দিন ব্যাপী কৃষি মেলার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে উপজেলা পরিষদ চত্বরে উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে এই কৃষি মেলার সমাপণী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। এসময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তারের সভাপতিত্বে ও উপসহকারী কৃষি কর্মকর্তা উজ্জ্বল কুমার পালের সঞ্চালনায় উপস্থিত ছিলেন লালপুর উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব শামীম আহমেদ সাগর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার মেহেদী জাহান, উপসহকারী কৃষি কর্মকর্তা সোহেল রানা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ