লালপুরে ৪ দফা দাবিতে শ্রমিকদের ‘ফটোক’ সভা

আপডেট: জানুয়ারি ১৩, ২০২৫, ৯:১৬ অপরাহ্ণ

নাটোর (লালপুর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে নর্থ বেঙ্গল সুগার মিলে মহার্ঘ ভাতাসহ চার দফা দাবিতে ‘ফটোক’ সভা করেছে শ্রমিক ও কর্মচারীরা। সোমবার (১৩ জানুয়ারি) বেলা ১২টার দিকে সুগার মিলের প্রশাসনিক চত্বরে জড়ো হয়ে তারা এসব দাবি জানান।

এতে বক্তব্য রাখেন মিলের শ্রমিক ও কর্মচারি ইউনিয়নের সভাপতি আশরাফুজ্জামান উজ্জ্বল, সাধারন সম্পাদক দেলোয়ার হোসেন পিন্টু,সাংগঠনিক সম্পাদক মমিনুল ইসলাম প্রমূখ।

এসময় বক্তারা বলেন, পে-কমিশনের কর্মচারি ও কর্মকর্তাদের ন্যায় প্রণোদনার ৫ শতাংশ টাকা ও মহার্ঘ ভাতা কর্মচারী কর্মকর্তাদের সাথে শ্রমিক ও দৈনিক হাজিরার চুক্তিভিক্তিক জনবলদের অন্তভূক্ত করার দাবি জানান।

এছাড়া আউটষ্টেশন গার্ড এবং ক্রয় করণীয়ের ন্যায্য হাজিরা নিশ্চিত, অভ্যন্তরীনভাবে মৌসুমি সিপিসি এবং বিভিন্ন বিভাগের মৌসুমি জনবল থেকে যোগ্যতার ভিত্তিতে সিডিএ নিয়োগ, স্থগিতাদেশ প্রত্যাহার করে মৌসুমি জনবলকে স্থায়ী পদে সমন্বয় ও দক্ষ কর্মী তৈরির স্বার্থে দৈনিক হাজিরার চুক্তিভিক্তিক জনবলদের নিয়োগের দাবি জানান বক্তারা।

Exit mobile version