লালপুর উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক আটক

আপডেট: নভেম্বর ২২, ২০২৪, ৯:১১ অপরাহ্ণ

লালপুর (নাটোর) প্রতিনিধি:


নাটোরের লালপুরে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক খালিদ হাসান সরলকে আটক করেছে পুলিশ। শুক্রবার (২২ নভেম্বর) দুপুরে উপজেলার রামকৃষ্ণপুর চিনির বটতলায় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। আটককৃত যুবলীগ নেতা উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের জাহাঙ্গীর হোসেনের ছেলে।

বিষয়টি নিশ্চিত করে লালপুর থানার ওসি (তদন্ত) রফিকুল ইসলাম বলেন, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে উপজেলার রামকৃষ্ণপুর চিনির বটতলা এলাকায় বিশেষ অভিযান চালিয়ে যুবলীগের এক নেতাকে আটক করা হয়। আইনী প্রক্রিয়া সম্পন্ন করে তাকে আদালতে প্রেরণ করা হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ