রবিবার, ২২ জুন, ২০২৫ খ্রিস্টাব্দ, ৮ আষাঢ়, ১৪৩২ বঙ্গাব্দ ।
লালপুর (নাটোর) প্রতিনিধি:
নাটোরের লালপুরে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বালক অনুর্দ্ধ ১৭ জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (৫ জুলাই) বিকেলে শহীদ মমতাজ উদ্দিন স্টেডিয়াম মাঠে এই টুর্নামেন্টের উদ্বোধন করেন স্থানীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা এ্যাডভোকেট আবুল কালাম আজাদ।
এসময় উপজেলা উপজেলা নির্বাহী অফিসার শারমিন আখতারের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের চেয়ারম্যান শামীম আহমেদ সাগর, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফু, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শিমুল আক্তার, লালপুর থানার ওসি নাছিম আহমেদ, উপজেলা ভাইস চেয়ারম্যান তৌহিদুল ইসলাম বাঘা, উপজেলা খেলোয়াড় কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক আশরাফুজ্জামান রিমন প্রমুখ।