লাল গামছায় রক্ষা পেল ৫০০ যাত্রীসহ ট্রেন

আপডেট: জানুয়ারি ২৯, ২০২৪, ৯:৪৪ অপরাহ্ণ

চারঘাট ও বাঘা প্রতিনিধি:

রাজশাহীর চারঘাটে রেললাইন ভাঙা থাকায় এলাকাবাসীর দেখানো লাল গামছায় অল্পের জন্য রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস। সোমবার (২৯ জানুয়ারি) সকাল ১১টার দিকে চারঘাট উপজেলার বাঘমারী রেলগেটের কাছে এ ঘটনা ঘটে। এ ঘটনায় রাজশাহীর সঙ্গে রেল যোগাযোগ বন্ধ হয়ে যায়। ঘটনার এক ঘণ্টা পর আবার রেল যোগাযোগ স্বাভাবিক হয়। তবে ঝুঁকি এড়াতে ট্রেন ধীরে চলাচল করছে।

আড়ানী স্টেশন মাস্টার ফরাদ হোসেন বলেন, ঢালার চর ট্রেনটি সকাল ১০:০৩ মিনিটে আড়ানী থেকে রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায়। সোয়া ১১টার দিকে ঢাকা থেকে ছেড়ে আসা ধুমকেতু এক্সপ্রেস ট্রেন আড়ানীতে এসে পৌঁছে। ট্রেনটি পৌঁছার আগেই নির্দেশনা আসে কোনো ট্রেন ছাড়া যাবে না। বিস্তারিত খবর নিয়ে জানতে পারি আড়ানী-নন্দনগাছী স্টেশনের ২৩৬-৮/৬ নম্বর স্থানে রেললাইন ভেঙে যাওয়ার কারণে ট্রেন চলাচল বন্ধ রাখা হয়। বর্তমানে ভাঙ্গা স্থানে মেরামত করে ট্রেন চলাচল স্বাভাবিক করা হয়েছে।

চারঘাটের সরদহ স্টেশন মাস্টার ইকবাল হোসেন জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসছিল বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। তবে বাঘমারী এলাকায় রেললাইন ভাঙা থাকায় দুর্ঘটনার কবলে পড়তে যাচ্ছিল। এ সময় এলাকাবাসীর লালগামছা দেখে দুর্ঘটনা থেকে রক্ষা পেয়েছে বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি। ওই ট্রেনটিতে প্রায় পাঁচশো যাত্রী ছিল।

স্থানীয় বাঘমারী এলাকার বাসিন্দা শফিকুল ইসলাম বলেন, আমরা কয়েকজন পাশের খেতে কাজ করছিলাম। স্থানীয় দু’জন রেললাইন ধরে অন্য জমিতে কাজে যাবার সময় লাইন ভাঙা দেখে আমাদের জানায়। তাৎক্ষণিক বিষয়টি নিয়ে পরামর্শ করে আমরা লাল গামছা টাঙিয়ে দেয়। এসময় আসা বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি থেমে যায়।

সরদহ স্টেশন সূত্রে জানা যায়, রেল যোগাযোগ বন্ধ থাকায় আটকা পড়ে ছিল চিলাহাটি-রাজশাহী রুটের বরেন্দ্র এক্সপ্রেস, রাজশাহী-ঢাকা রুটের ধূমকেতু এবং যশোর-রাজশাহী রুটের কপোতাক্ষ্য ট্রেন। তবে রেললাইন মেরামত শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

পশ্চিমাঞ্চল রেলের মহাব্যবস্থাপক অসীম কুমার তালুকদার বিষয়টি নিশ্চিত করে বলেন, তীব্র শীতের কারণে রেললাইনের কিছু অংশ ভেঙে গেছে। এজন্য এক ঘণ্টার মতো ট্রেন চলাচল বন্ধ ছিল। তবে এখন ট্রেন যোগাযোগ স্বাভাবিক রয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ