লাল গ্রহ নিয়ে বড় চিন্তায় নাসা, কোথায় রয়েছে মঙ্গলের জলের সমুদ্র

আপডেট: জানুয়ারি ৫, ২০২৫, ৩:১০ অপরাহ্ণ


সোনার দেশ ডেস্ক :


মঙ্গলগ্রহ নিয়ে মানুষের উৎসাহের শেষ নেই। প্রতি সময়তেই এই গ্রহ নিয়ে নিত্যনতুন কথা সামনে আসছে। বেশ কয়েকবছর আগে দাবি করা হয়েছিল মঙ্গলে নাকি জলের সন্ধান রয়েছে। মঙ্গলের মাটির নিচে সেই জল রয়েছে। এরপরই কাজে নেমে পড়ে নাসা। তারা মঙ্গলে জলের সন্ধান নিয়ে কাজে নেমে পড়ে।

মঙ্গলে জলের খোঁজ করতে গিয়ে সেখানকার মাটি পরীক্ষা করে দেখেছে নাসা। তারা মনে করছে এখানে হয়তো কোটি কোটি বছর আগে জল থাকলেও থাকতে পারে। তবে সেই জল কোন আকারে রয়েছে তা নিয়ে এখনও রয়েছে ধোঁয়াশা। তবে মঙ্গলে যে জলের সমুদ্র ছিল সেই প্রমাণ নাসার বিজ্ঞানীরা পেয়েছেন। সেখানকার মাটি পরীক্ষা করে তারা দেখেছেন যেমন সমুদ্র নিজের পথ তৈরি করে ঠিক তেমনই মঙ্গলের মাটিতে তার প্রমাণ মিলেছে।

যেখানে জল থাকে সেখানে প্রাণের সন্ধান থাকতেই হবে। তাই সেদিক থেকে দেখলে মঙ্গলে হয়তো কোনও সময়ে প্রাণ ছিল। তবে কালের নিয়মে সেই প্রাণ নষ্ট হয়ে গিয়েছে বলেই মনে করছেন বিজ্ঞানীরা।

যদি মঙ্গলের মাটির অনেক নিচে জল থাকে তাহলে সেই জলকে কীভাবে সেখান থেকে উপরে নিয়ে আসা যাবে সেদিকেই এখন প্রধান চিন্তা করছেন বিজ্ঞানীরা। মনে করা হচ্ছে মঙ্গলের মাটির ১২ কিলোমিটার নিচে বা তার থেকেএ গভীরে সেখানে জল থাকলেও থাকতে পারে।

লাল গ্রহের নিচ থেকে সেই জলেন সন্ধান করা খুব একটা সহজ হবে না বলেই মনে করছেন বিজ্ঞানীরা। মঙ্গলের পরিবেশ এমন অবস্থায় রয়েছে যে সেখান থেকে মাটি খোঁড়া প্রায় অসম্ভবের সমান। তবে ভবিষ্যতের কথা কেউ বলতে পারে না। যদি মঙ্গলের মাটি খনন করা যায় তাহলে সেখান থেকে জল বের হলেও বের হতে পারে।

মঙ্গলের মাটির নিচ থেকে কীভাবে জল তুলে আনা হবে তা নিয়ে এখন গভীর চিন্তা করছেন নাসার বিজ্ঞানীরা। পৃথিবীর প্রযুক্তি কাজে লাগিয়ে লাল গ্রহের মাটিকে কীভাবে খনন করা যায় সেটাই এখন নাসার কাছে প্রধান সমস্যা।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

 

 

 

 

 

 

 

এ বিভাগের অন্যান্য সংবাদ