রবিবার, ২৬ মার্চ, ২০২৩ খ্রিস্টাব্দ, ১২ চৈত্র, ১৪২৯ বঙ্গাব্দ ।
বড়াইগ্রাম প্রতিনিধি
শশ্মান সংলগ্ন সেতুর ওপর দাঁড়িয়ে লাশ পোড়ানো দেখতে গিয়ে ট্রাক চাপায় নিজেই লাশ হয়ে বাড়ি ফিরলো সপ্তম শ্রেণির ছাত্রী জিনিয়া খাতুন। গত সোমবার সন্ধায় বড়াইগ্রাম উপজেলার জোনাইল বাজারে বড়াইগ্রাম-চাটমোহর সড়কে বড়াল নদীর ওপরের সেতুতে এ মর্মান্তিক দুর্ঘটনা ঘটে। জিনিয়া উপজেলার দিঘরই কান্দিপাড়া গ্রামের হাসমত আলীর মেয়ে এবং জোনাইল এমএল উচ্চবিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী।
জোনাইল এমএল উচ্চবিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মাহাতাব আলী জানান, জিনিয়া ক্লাস শেষে পায়ে হেটে বাড়ি ফিরছিলো। পথে জোনাইল বাজার সংলগ্ন বড়াল নদীর ধারের শশ্মানে তখন হিন্দু সম্প্রদায়ের একটি লাশ পোড়ানো হচ্ছিলো। এসময় অনেক কৌতুহলী দর্শকের সঙ্গে বড়াইগ্রাম-চাটমোহর সড়কে বড়াল নদীর ওপরের সেতুতে জিনিয়াও দাঁড়িয়ে ওই লাশ পোড়ানো দেখছিল। এসময় চাটমোহর থেকে বড়াইগ্রামগামী একটি ট্রাক (ঢাকা মেট্রো- ট ১৪-৫৮৮৩) পার হতে গিয়ে সেতুর ওপরেই জিনিয়াকে চাপা দেয়। ট্রাক চাপায় গুরুতর আহত জিনিয়াকে জোনাইল শাফী ক্লিনিকে ভর্তি করা হলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত ৯টায় জিনিয়া মারা যায়। এসময় স্থানীয়রা ট্রাকটিকে জোনাইল কালীবাড়ি মাঠে আটকে রাখে।
এদিকে গতকাল মঙ্গলবার সকাল ১০টায় জিনিয়ার জানাজার নামাজ তার বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত হয়। এরপর বিদ্যালয় কর্তৃপক্ষ শোক ঘোষণা করে স্কুল ছুটি দিয়ে দেয়।