লিজের জমি থেকে মাছ লুটের অভিযোগ

আপডেট: ডিসেম্বর ৮, ২০২৩, ১০:০৯ অপরাহ্ণ


নিজস্ব প্রতিবেদক:


রাজশাহী জেলা প্রশাসনের থেকে লিজ নেয়া বিলের মাছ লুটের অভিযোগে থানায় লিখিত জিডি করা হয়েছে। এ ঘটনায় অভিযুক্তদের শাস্তির দাবিতে শুক্রবার (৮ ডিসেম্বর) দুপুরে রাজশাহী সাংবাদিক ইউনিয়ন কার্যালয়ে সংবাদ সম্মেলন করেছেন ভুক্তভোগী।

ভুক্তভোগী রাজশাহীর মোহনপুর উপজেলার মেলান্দি গ্রামের বাসিন্দা মাছচাষী শ্রী অনিল কুমার হালদার জানান, তার লিজ নেয়া মাইল শুটকি বিলের ৫০ মণ মাছ লুট করা হয়েছে। মোহনপুর ডাঙ্গাপাড়া এলাকার বাসিন্দা মো. মাসুদ, মুনতাজ, জিৎ, জালাল, শহিদুলসহ অজ্ঞাত আরও অনেক ব্যক্তি এই মাছ লুট করে। এ ঘটনায় তিনি থানায় অভিযোগ দায়ের করেছেন। অভিযুক্তদের শাস্তির দাবি করেন তিনি।
তবে অভিযুক্তরা দাবি করেছেন, তারা কারও লিজ নেয়া জায়গায় মাছ শিকার করেন নি।

এ বিষয়ে মোহনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) হরিদাস মন্ডল জানান, ঘটনাটি তদন্ত করে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে।

এ বিভাগের অন্যান্য সংবাদ