লিটনের পূজাম-প পরিদর্শন

আপডেট: অক্টোবর ১০, ২০১৬, ১১:৫২ অপরাহ্ণ

_DSC0147
নিজস্ব প্রতিবেদক
মহানগর আওয়ামী লীগের সভাপতি ও রাসিকের সাবেক মেয়র এএইচএম খায়রুজ্জামান লিটন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে পূজাম-প পরিদর্শন করেছেন। গতকাল সন্ধ্যায় তিনি প্রথম নগরীর কুমারপাড়াস্থ কালিমন্দির পূজাম-প পরিদর্শন শুরু করেন। এরপর আলুপট্টিসহ বিভিন্ন পূজাম-প পরিদর্শন করেন এবং সনাতন হিন্দু ধর্মালম্বীদের শারদীয় শুভেচ্ছা জনান।

 

পুজামন্ডপে ঘুরে পূজার আনন্দ ভাগাভাগি করে নেন। সনাতন হিন্দু ধর্মালম্বীরা লিটনকে পুজাম-পে দেখে তাদের আনন্দ ও সুযোগ-সুবিধার কথা বর্ণনা করেন। এসময় খায়রুজ্জামান লিটনকেও শারদীয় শুভেচ্ছা জানান হিন্দু ধর্মালম্বীরা।
ম-প পরিদর্শনকালে লিটন বলেন, বাংলাদেশ ধর্ম নিরপেক্ষ রাষ্ট্র। এখানে যার যার ধর্ম সে পালন করে। ধর্ম নিয়ে কোন সংঘাত নেই। আ’লীগ দল সরকার গঠন করার পর দেশের মানুষের শান্তি ফিরে পায়।  মুসলমান রাষ্ট্র হয়েও সংখ্যা লঘিষ্ট হিন্দু ধর্মের মানুষেরা স্বাধীনভাবে পুজা উদযাপন করতে ও ঘুরতে পারছে। পুজার যাবতীয় কাজ সুষ্টুভাবে পালন করতে পারছেন। গান-বাজনা, আলোকসজ্জা, নাচ ইত্যাদি করতে কোন ধরনের সমস্যার সম্মুখীন হতে হচ্ছে না।
এসময় উপস্থিত ছিলেন, নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদ ডাবলু সরকার, ট্রাস্টি তপন কুমার সেন, বোয়ালিয়া থানা পূর্ব আ’লীগের সাধারণ সম্পাদ শ্যামল কুমার ঘোষ, আ’লীগ নেতা পঙ্কজ দে, নগর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি আবদুল মমিনসহ আ’লীগ নেতৃবৃন্দ।

এ বিভাগের অন্যান্য সংবাদ