লিডের রেকর্ড গড়লো বাংলাদেশ

আপডেট: মার্চ ১৮, ২০১৭, ১২:৩৪ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



কলম্বোতে শততম টেস্ট খেলছে বাংলাদেশ। ঐতিহাসিক এই টেস্টে নিজেদের প্রথম ইনিংসে দারুণ ব্যাটিং করেছেন টাইগাররা। বিশেষ করে সাকিব আল হাসানের সেঞ্চুরি তো স্মরণীয় হয়ে থাকবে। বাংলাদেশের সাত ব্যাটসম্যান করেছেন ত্রিশোর্ধ্ব রান।
সাকিব খেলেছেন ১১৬ রানের মূল্যবান এক ইনিংস। ফিফটি করেছেন তিন ব্যাটসম্যান; সৌম্য সরকার (৬১), মুশফিকুর রহিম (৫২) ও মোসাদ্দেক হোসেন সৌকত (৭৫)। এছাড়া তামিম ইকবালের ৪৯, সাব্বির রহমান রুম্মনের ৪২ আর ইমরুল কায়েসের ৩৪ রানে ভর করে নিজেদের প্রথম ইনিংসে ৪৬৭ রান তুলেছে বাংলাদেশ।
প্রথম ইনিংসে শ্রীলঙ্কা তুলেছিল ৩৩৮ রান। তাই ১২৯ রানের লিড পেয়ে যায় মুশফিকুর রহিমের দল। এর মধ্য দিয়ে লিডের রেকর্ড গড়ে বাংলাদেশ। বিদেশের মাটিতে টেস্টে প্রথম ইনিংসে এটাই টাইগারদের সর্বোচ্চ রানের লিড। এর আগে রেকর্ডটা ছিল ২০১৩ সালে। হারারে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ১০৯ রানের লিড নিয়েছিল বাংলাদেশ। বিদেশের মাটিতে যা এতদিন ছিল সর্বোচ্চ রানের লিড। কলম্বো টেস্টে ভেঙে গেল সেই রেকর্ড।

এ বিভাগের অন্যান্য সংবাদ