রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
ওয়ালী উল ইসলাম:
সৌভাগ্যবশত : বৃষ্টি এসেছিলো
তাই সাক্ষাৎ মিলল হঠাৎ।
তোমাকে দেখেছি ন’শ সেকেন্ড
রুদ্ধ নিঃশ্বাসে।
নিকট আত্মীয়ের সাথে এসেছিলে তাই
বলতে পারোনি কথা
বুষ্টিস্রোত মুহূর্তে।
তবুও পেয়েছি দেখা তোমার
আষাঢ়ষ্য ঝর ঝর বর্ষণে।
সুযোগ এসে এভাবেই ধরা দেয়
সাহসীদের সম্মুখে।
তুমি মুখ ফিরিয়ে দাঁড়িয়ে ছিলে
আমার মুখোমুখি না হয়ে।
তাতে কি যায় আসে পেয়েছিলাম তোমার দেখা
আষাঢ়ষ্য বৃষ্টি মুখর দিনে।