লিপু ও শিক্ষক জলির মৃত্যুর সুষ্ঠু তদন্ত দাবি।। শিক্ষার্থীদের ক্লাশ বর্জনের ঘোষণা, মশাল মিছিল

আপডেট: নভেম্বর ২, ২০১৬, ১২:১০ পূর্বাহ্ণ


রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক আকতার জাহান জলির অস্বাভাবিক মুত্যু ও শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যাকা-র সুষ্ঠু তদন্ত ও বিচার দাবিতে সাতদিনের জন্য ক্লাশ বর্জন কর্মসূচির ঘোষণা দিয়েছে বিভাগের শিক্ষার্থীরা। আজ বুধবার থেকে ৮ নভেম্বর পর্যন্ত এ কর্মসূচি পালন করা হবে। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থীরা জানান, ‘আমাদের শিক্ষক আকতার জাহান ও শিক্ষার্থী লিপুর মৃত্যু তদন্তে সন্তোষজনক অগ্রগতি না হওয়ায় আমরা হতাশ। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তি নিশ্চিত না হওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাবো। আগামী ২ নভেম্বর থেকে ৮ নভেম্বর পর্যন্ত বিভাগের সকল বর্ষের ক্লাশ বন্ধ থাকবে। তবে পরীক্ষা এ কর্মসূচির আওতামুক্ত থাকবে।’
তারা আরো জানান, একই দাবিতে মঙ্গলবার সন্ধ্যায় ক্যাম্পাসে মশাল মিছিল কর্মসূচিও পালন করা হবে। এছাড়া বুধবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের সিনেট ভবনের সামনে শিক্ষার্থী সমাবেশের আয়োজন করা হয়েছে।
এদিকে লিপু হত্যার বিচার দাবিতে গতকাল মঙ্গলবার সন্ধ্যায় মশাল মিছিল করেছে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা। গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সামনের লিপু চত্বর থেকে মিছিলটি শুরু হয়। পরে ক্যাম্পাস প্রদক্ষিণ করে নবাব আব্দুল লতিফ হলের সামনে গিয়ে শেষ হয়।
সেখানে বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী রাসেল উদ্দিন বলেন, ‘লিপুর হত্যার তদন্তে এখনো উল্লেখযোগ্য অগ্রগতি হয়নি। এই হত্যাকা-ের বিচার না হওয়া পর্যন্ত আমরা আন্দোলন অব্যাহত রাখবো।
এর আগে মানববন্ধন, র‌্যালি, প্রদীপ প্রজ্বালন, গণস্বাক্ষর, পথনাট, গণসংগীতসহ বিভিন্ন কর্মসূচি পালন করে বিভাগের শিক্ষার্থীরা। এসব আন্দোলনে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা একাতœতা প্রকাশ করেন।
গত ৯ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয়ের জুবেরি ভবনের নিজ কক্ষ থেকে শিক্ষক জলির লাশ উদ্ধার করে পুলিশ। পরদিন মতিহার থানায় আত্মহত্যায় প্ররোচনার মামলা দায়ের করেন জলির ভাই কামরুল হাসান। কিন্তু তার দেড় মাস পরেও ময়নাতদন্ত ও ভিসেরা রিপোর্ট দিতে পারেনি পুলিশ।
অন্যদিকে, ২০ অক্টোবর নবাব আব্দুল লতিফ হলের ড্রেন থেকে লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন বিকেলে লিপুর চাচা বাদী হয়ে নগরীরর মতিহার থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা দায়ের করেন। এ মামলায় লিপুর রুমমেট মনিরুল ইসলামকে গ্রেফতার দেখানো হয়েছে।

এ বিভাগের অন্যান্য সংবাদ