শনিবার, ১০ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৭ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
রাবি প্রতিবেদক
রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মোতালেব হোসেন লিপু হত্যা মামলার সন্দেহভাজন আসামী মনিরুল ইসলামকে চার দিনের রিমান্ডে নেয়া হয়েছে। পুলিশের সাত দিনের রিমান্ড আবেদনের পরিপ্রেক্ষিতে গতকাল বুধবার রাজশাহী মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালত-১ এর বিচারক মোকসেদা আসগর এ আদেশ দেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা অশোক চৌহান জানান, লাশ উদ্ধারের পর লিপুর রুমমেট ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের শিক্ষার্থী মনিরুলসহ চারজনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেয়া হয়। এরপর মনিরুল বাদে বাকিদের ছেড়ে দেয়া হয়। পরে ২৩ অক্টোবর মনিরুলকে সন্দেহভাজন আসামী হিসেবে হত্যা মামলায় গ্রেপ্তার দেখায় পুলিশ। সর্বশেষ মঙ্গলবার তাকে আদালতে হাজির করে রিমান্ড আবেদন জানানো হলে আদালত গতকাল বুধবার চার দিনের রিমান্ডের আদেশ দেন।
গত ২০ অক্টোবর বিশ্ববিদ্যালয়ের আব্দুল লতিফ হলের ডাইনিঙের পাশের ড্রেন থেকে গণযোগযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষার্থী লিপুর লাশ উদ্ধার করে পুলিশ। ওইদিন সন্ধ্যায় লিপুর চাচা বশির উদ্দিন অজ্ঞাতনামাদের আসামী করে হত্যা মামলা দায়ের করেন।