লিবিয়ায় মরুভূমিতে মিলল ৬৫টি দেহ

আপডেট: মার্চ ২৩, ২০২৪, ৩:১১ অপরাহ্ণ

সোনার দেশ ডেস্ক:


লিবিয়ায় মরুভূমিতে মিলল ৬৫টি দেহ। দাবি উঠেছে শরণার্থীদের গণকবর দেওয়া হয়েছিল। রাষ্ট্রপুঞ্জ এই খবর জানিয়েছে। সংস্থার অভিবাসন দপ্তরের তরফে বলা হয়েছে, শরণার্থীরা কীভাবে মারা গেছেন বা তাদের পরিচয় এখনও জানা যায়নি। তবে মনে করা হচ্ছে শরণার্থীদের মরুভূমির মধ্যে দিয়ে নিয়ে যাওয়া হচ্ছিল ভূমধ্যসাগর অঞ্চলে পাচার করার উদ্দেশ্যে। এক বিবৃতিতে আইওএম বলেছে, এই ঘটনা থেকে বোঝা যায় আইনগত উপায়ে অভিবাসন কতটা জরুরি। আপাতত শরণার্থীদের মৃতদেহ শনাক্তকরণ এবং হস্তান্তরের ওপর জোর দিয়েছে সংস্থাটি।
প্রসঙ্গত, চলতি মাসের শুরুতেই লিবিয়া থেকে ভূমধ্যসাগর পাড়ি দেওয়া একটি নৌকা ডুবে অন্তত ৬০ জন শরণার্থী মারা যান। জানা গেছে গত বছর সারা বিশ্বে অন্তত ৮,৫৬৫ জন শরণার্থী মারা গেছেন।
তথ্যসূত্র: আজকাল অনলাইন

এ বিভাগের অন্যান্য সংবাদ