মঙ্গলবার, ৩০ মে, ২০২৩ খ্রিস্টাব্দ, ১৬ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
লিবিয়ার উপকূলের অদূরে মঙ্গলবার ইউরোপগামী ২৮ শরণার্থীর লাশ পাওয়া গেছে। এদের মধ্যে অন্তত ২২ জনকে একটি ছোট কাঠের নৌকায় পাওয়া যায়। এএফপি’র একজন আলোকচিত্রী ও ইতালির কোস্টগার্ড একথা জানিয়েছে।
ওই আলোকচিত্রী জানান, বেশিরভাগ শরণার্থী শ্বাসকষ্টে মারা গেছেন বলে ধারণা করা হচ্ছে।
তিনি বলেন, তিনস্তর বিশিষ্ট নৌকায় প্রায় এক হাজার লোক গাদাগাদি করেছিল। তিনি সেখানে ২২টি মৃতদেহ দেখতে পান। তবে নৌকার খোলের ভেতর আরো লাশ থাকতে পারে বলে তিনি জানান।
ইতালির কোস্টগার্ড জানায়, মঙ্গলবার সমুদ্রে ৩৩ দফা অভিযানে ২৮ শরণার্থীর লাশ উদ্ধার পাওয়া গেছে। এছাড়া ৪ হাজার ৬৫৫ শরণার্থীকে জীবিত উদ্ধার করা হয়েছে। লিবিয়ার উত্তরে আন্তর্জাতিক জলসীমায় উদ্ধার তৎপরতায় সমন্বয় করছে ইতালির কোস্টগাড।
এএফপি’র ওই আলোকচিত্রী জানান, মঙ্গলবার দিন শেষে ইতালির নৌবাহিনী জীবিত উদ্ধার হওয়া শরণার্থীদের নিরাপদ স্থানে নিয়ে আসার চেষ্টা করছিল।
সোমবারও লিবীয় উপকূল থেকে ৬ হাজারের বেশি শরণার্থীকে উদ্ধার করা হয়েছিল। এদের অধিকাংশই ছিল আফ্রিকান। এরা রাবারের ডিঙ্গিতে চড়ে ইউরোপে যাওয়ার চেষ্টা করছিল। উদ্ধার অভিযানে এক অন্তঃস্বত্ত্বা নারীসহ ৯ জনের লাশ পাওয়া যায়।- বাসস