লিভারপুলকে হারিয়ে ইতিহাস গড়লো সোয়ানসি

আপডেট: জানুয়ারি ২২, ২০১৭, ১২:০৪ পূর্বাহ্ণ

সোনার দেশ ডেস্ক



অ্যানফিল্ডে লিভারপুলকে লজ্জায় ডুবিয়ে ইতিহাস গড়লো পয়েন্ট টেবিলের তলানিতে থাকা দল সোয়ানসি সিটি। ইংলিশ প্রিমিয়ার লিগে নিজেদের ইতিহাসে এই প্রথম অ্যানফিল্ডে অলরেডদের হারালো দলটি। ইয়োহান ক্লুপের দলকে তারা হারিয়েছে ৩-২ গোলে।
প্রথমার্ধেই বেশ কয়েকটি সুযোগ তৈরি করে সোয়ানসি ইঙ্গিত দিয়েছিল ভিন্ন কিছুই হতে যাচ্ছে ম্যাচে। বিরতির পর ৫ মিনিটের ব্যবধানে ২ গোল করে সোয়ানসির ইতিহাস গড়ার পথ তৈরি করেন দেন ফের্নান্দো লরেন্তে।
৪৮তম মিনিটে কর্নার থেকে ওড়ে আস বল জটলার মধ্যে পেয়ে জালে জড়ান লরেন্তে। মাত্র চার মিনিট পরই দারুণ এক হেডে ব্যবধান দ্বিগুণ করেন স্প্যানিশ ফরোয়ার্ড। লিভারপুর ২-০ গোলে পিছিয়ে পড়ার পর অবশ্য খেলায় ফিরতে খুব বেশি সময় নেয়নি।
৫৫ মিনিটে জেমস মিলনারের ক্রস হেড থেকে জালে জড়ান রবের্তো ফিরমিনো। আর ৬৯তম মিনিটে আবারও গোল করে ক্লপের দলকে সমতা এনে দেন ব্রাজিলের এই মিডফিল্ডার।
কিন্তু পাঁচ মিনিট পর ম্যাচের ৭৪ মিনিটে সোয়ানসির মিডফিল্ডার সিগার্ডসন গোল করলে আবারও এগিয়ে যায় অথিতিটি দলটি। ঘরের মাঠে এরপর আর খেলায় ফিরতে পারেনি লিভারপুল। অ্যানফিল্ডে তাই ইতিহাস গড়ে মাঠ ছাড়ে সোয়ানসি। এই ম্যাচে জিতলে শীর্ষে থাকা চেলসির সঙ্গে ব্যবধান কমানোর সুযোগ ছিল লিভারপুলের। ২২ ম্যাচে এখন পয়েন্ট ৪৫ পয়েন্ট দলটির। সোয়ানসির পয়েন্ট ১৮।