রবিবার, ১৯ জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৫ মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ ।
সংবাদ বিজ্ঞপ্তি:রাজশাহী লোকনাথ উচ্চ বিদ্যালয়ের এসএসসি ৭৭ ব্যাচের পুর্নমিলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৯ মার্চ) বিকেলে নগরীর ভুবন মোহন পার্কে এই মিলন অনুষ্ঠিত হয়।
পুর্নমিলনে সভাপতিত্ব করেন সেরতাজ আলী। এতে অতিথি ছিলেন, সোনালী সংবাদের সম্পাদক লিয়াকত আলী রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমাজর্কম বিভাগের অধ্যাপক জান্নতুল ফেরদৌস, লোকনাথ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ফিরোজা বেগম প্রমুখ।
এছাড়াও বক্তব্য দেন এসএসসি-৭৭ ব্যাচের আহ্বায়ক শেখ মোহাম্মদ আদম ও সদস্য সচিব নাজমুল হুদা। সন্ধ্যায় সেখানে বাংলাদেশ বেতার, টেলিভিশন ও নৃত্য শিল্পীরা সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করেন।