সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
মহান বিজয় দিবস উপলক্ষে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটর সদস্য ও নগর সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন বলেছেন, দেশের স্বাধীনতা অর্জন হয়েছে ৩০ লাখ শহীদের রক্তে বিনিময়ে। লড়াই সংগ্রাম করে লাল সবুজের পতাকা এবং মানচিত্র পেয়েছি। গতকাল শুক্রবার বিকেলে রাবি স্টেশন বাজারে বঙ্গমাতা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
লিটন বলেন, বঙ্গবন্ধু ও বঙ্গমাতার আর্দশ বুকে লালন করতে হবে। বঙ্গবন্ধু যদি স্বাধীনতার ডাক না দিতেন বাঙালিরা পরাশ্রয়ী হয়ে থাকতো আজীবন। কোনদিন বাঙালিরা অধিকার ফিরে পেতো না। স্বাধীনতাবিরোধীরা দেশের মধ্যে যতোই সহিংসতা করুক কোন লাভ হবে না। তাই আ’লীগের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ হয়ে থাকতে হবে। সাংগঠনিক ঐক্যবদ্ধতা থাকলে কোন অপশক্তি ষড়যন্ত্র করার সুযোগ পাবে না।
বঙ্গমাতা স্মৃতি সংসদের সভাপতি রফিকুল ইসলাম মানিকের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন, মতিহার থানা আ’লীগের সাধারণ সম্পাদক মো. আলাউদ্দিন, রাবি সাবেক ছাত্র উপদেষ্টা প্রফেসর ড. গোলাম গোলাম সাব্বির সাত্তার তাপু, রাবি ছাত্রলীগ সভাপতি গোলাম কিবরিয়া, সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু প্রমুখ। পরিচালনা করেন, রফিকুল ইসলাম বেলাল এবং আমানুল্লাহ খোকন।