আব্দুর রউফ রিপন, নওগাঁ প্রতিনিধি:
নওগাঁর রাণীনগর উপজেলার ১নং খট্টেশ্বর রাণীনগর ইউনিয়নের জমি শতবছর পর দখলমুক্ত করা হয়েছে। মঙ্গলবার বিকেলে অভিযান পরিচালনা করে উপজেলার লোহাচুড়া গ্রামের ৫৬ শতাংশ জমি অবৈধ দখল মুক্ত করেন উপজেলা সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান।
ইউনিয়নের চেয়ারম্যান চন্দনা শারমিন রুমকি জানান, শতবছর আগে এই ইউনিয়নের জন্ম হয়। এরপর বিভিন্ন সময় ইউনিয়নের কল্যাণে বিভিন্ন মৌজায় দানশীল ব্যক্তিরা জমি দান করেন। বহুবছর পার হলেও কখনো কেউ পরিষদের জমি সম্পর্কে জানার চেষ্টা করেননি এবং অবৈধ দখলে থাকা সেই জমি দখলমুক্ত করার পদক্ষেপও গ্রহণ করেননি।
সম্প্রতি ইউনিয়নের লোহাচুড়া গ্রামে লোহাচুড়া মৌজায় থাকা ৫৬ শতাংশ জমি অবৈধভাবে দখল করে স্থানীয়রা স্থায়ী ইমারত তৈরি করাকে কেন্দ্র করে একাধিক পক্ষের মধ্যে দ্বন্দ্বের সৃষ্টি হয়। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানালে তিনি জায়গাটি অবৈধ দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করেন। তারই ধারাবাহিকতায় মঙ্গলবার বিকেলে ইউনিয়ন পরিষদের সকল সদস্য ও স্থানীয় বাসিন্দাদের উপস্থিতি সহকারি কমিশনার (ভূমি) কাগজপত্রাদি যাচাই শেষে জায়গাটি অবৈধ দখলমুক্ত করে সাইনবোর্ড স্থাপন করেন।
এসময় দ্রুতই জায়গা থেকে অবৈধ স্থাপনা সরিয়ে নেওয়ার নির্দেশনা প্রদান করা হয়। জায়গাটি পুরোপুরি দখলমুক্ত করে অবৈধ স্থাপনা উচ্ছেদ শেষে পরিষদের কল্যাণে জায়গাটি ব্যবহার করা হবে। পরবর্তিতে অন্যান্য মৌজাতে থাকা পরিষদের জায়গাগুলোও ধারাবাহিক ভাবে অবৈধদখল মুক্ত করা হবে বলে জানান চেয়ারম্যান।
সহকারি কমিশনার (ভূমি) শেখ নওশাদ হাসান জানান পরিষদের জায়গাটি অবৈধ ভাবে দখল করে অনুমতি ছাড়াই স্থানীয় কতিপয় ব্যক্তিরা স্থায়ী ইমারত তৈরি করছিলেন। এই ইমারত তৈরি করাকে কেন্দ্র করে একাধিক পক্ষের মধ্যে সংঘর্ষের সম্ভাবনা বিরাজ করছিলো। এমতাবস্থায় বহুবছর অবৈধ দখলে থাকা জমি দখলমুক্ত করার উদ্যোগ গ্রহণ করে ইউনিয়ন পরিষদ। উপজেলা প্রশাসন সেই জায়গাটি দখল মুক্ত করে পরিষদের কাছে হস্তান্তর করেছে। পরবর্তি সিদ্ধান্ত গ্রহণ করবে ইউনিয়ন পরিষদ।