শতবর্ষে রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়

আপডেট: ফেব্রুয়ারি ৭, ২০২৫, ৭:৫০ অপরাহ্ণ

নিজস্ব প্রতিবেদক


শতবর্ষে পদার্পণ করেছে ঐতিহ্যবাহী রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়। এ উপলক্ষে ‘উৎসবের আনন্দে হোক রঙিন’ স্লোগানে সামনে রেখে দুই দিনব্যাপী পুনর্মিলনী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

শুক্রবার (৭ ফেব্রুয়ারি) সকালে বেলুন ও ফেস্টুন উড়িয়ে আয়োজনের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার খোন্দকার আজিম আহমেদ। এ সময় বিশেষ অতিথি ছিলেন, রাজশাহী মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান ও জেলা প্রশাসক আফিয়া আখতার।

অতিরিক্ত বিভাগীয় কমিশনার তরফদার মো. আখতার জামীলের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন রাজশাহী বহুমুখী বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. আনিছুর রহমান।

পরে বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্রহণে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রা শেষে বিদ্যালয়প্রাঙ্গনে স্মৃতিচারণ ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়।