শত্রুরা আগষ্ট মাসকে ঘিরে নানা ষড়যন্ত্রে মেতে উঠে: এমপি আসাদ

আপডেট: আগস্ট ২, ২০২৪, ১০:৫৫ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক:


রাজশাহীর পবায় সংসদ সদস্য মোহা. আসাদুজ্জামান আসাদ বলেছেন, ‘৭১-এর পরাজিত শত্রুরা আগষ্ট মাসকে ঘিরে নানা ষড়যন্ত্রে মেতে উঠে। এবারো কোটা আন্দোলনের নামে আবারও বাংলাদেশে ১৫ আগস্ট সৃষ্টি করার ষড়যন্ত্র করছে। তারই ধারাবাহিকতায় ছাত্র আন্দোলনকে ঘিরে দেশব্যাপী নৈরাজ্য অগ্নিসন্ত্রাস চালিয়েছে। জামায়াত-শিবির জঙ্গি বাহিনী বিএনপিকে সঙ্গে নিয়ে এই নৈরাজ্য সৃষ্টি করেছে। আগস্ট মাস আসলেই বিএনপি জামায়াতের হত্যাযজ্ঞের ষড়যন্ত্র মাথার মধ্যে ঘুরপাক খেতে থাকে।

বৃহস্পতিবার (১ আগস্ট) বিকেলে পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ ও সহযোগি সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর ৪৯তম শাহাদত বার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেছেন। প্রধান অতিথি বলেন, দেশ যখন এগিয়ে যাচ্ছে-তখন বিএনপি-জামায়াতের গা-জ্বালা ধরেছে। শেখ হাসিনাকে হত্যা ও ক্ষমতাচ্যুত করতে আবারও তারা অপতৎপরতা চালাচ্ছে। এদেশে আর কখনই ১৫ আগস্টের মতো ঘটনা ঘটতে দেওয়া হবে না।

তিনি বলেন, দেশের মানুষ আজ বিএনপি-জামায়াতকে বিশ্বাস করে না। দেশের মানুষ তাদেরকে আগুন সন্ত্রাসীর দল বলেই চেনে। এদেশে প্রথম মোবাইলের মাধ্যমে চলে যায় শিশুর শিক্ষাবৃত্তির টাকা। শিক্ষার্থীর বিরুদ্ধে এই সরকার কাজ করবে-যা কখনোই সম্ভব নয়। এদের মধ্যে কারা ঢুকেছে, কারা মেরেছে তাও সময়ের ব্যবধানে সামনে আসবে। তবে তিনি জামায়াত-বিএনপির উদ্দেশ্যে হুশিয়ার দিয়ে বলেন, অনেক হয়েছে এবারে কোন ধরণের সন্ত্রাস করলে আওয়ামী লীগ বসে থাকবে না। জনগণকে সাথে নিয়ে লড়াই করবে। শেষে তিনি বলেন, জামায়াত-বিএনপিকে রুখতে সবাইকে সব ভেদাভেদ ভুলে ঐক্যবদ্ধ হতে হবে।

পারিলা ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি সোহরাব হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক নবীবুর রহমানের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা অনিল কুমার সরকার, পবা উপজেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগ নেতা ফারুক হোসেন ডাবলু, পবা উপজেলা আওয়ামী লীগ ও নওহাটা পৌর মেয়র হাফিজুর রহমান, জেলা যুবলীগ সাবেক সাধারণ সম্পাদক আলী আজম সেন্টু, পবা উপজেলা ছাত্রলীগ সভাপতি ফরিদুল ইসলাম ইসলাম রাজু, পারিলা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সাইদ আলী মোরশেদ, সাবেক চেয়ারম্যান সাইফুল বারী ভুলু, নারীনেত্রী ফাহিমা বেগম প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ

Exit mobile version