শনিবার আওয়ামী পরিবারের মিলন মেলা

আপডেট: জানুয়ারি ২৭, ২০১৭, ১২:০৭ পূর্বাহ্ণ

নিজস্ব প্রতিবেদক



আগামীকাল শনিবার শহীদ এএইচএম কামারুজ্জামান কেন্দ্রীয় উদ্যানে আওয়ামী পরিবারের মিলন মেলা-২০১৭ অনুষ্ঠিত হবে। এ উপলক্ষে গতকাল বৃহস্পতিবার বেলা ১১টায় নগরীর লক্ষ্মীপুরস্থ জেলা আ’লীগের কার্যালয়ে এ মিলন মেলার আনুষ্ঠিকতা নিয়ে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। মিলন মেলা শুরু হবে সকাল ১০টায় ৭ম বারের মতো এ মিলন মেলা অনুষ্ঠিত হবে।
সংবাদ সম্মেলনে মিলন মেলা-২০১৭ আহ্বায়ক ও নগর ছাত্রলীগের সাবেক সভাপতি শফিকুজ্জামান শফিক বলেন, আওয়ামী লীগসহ বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী সকল স্তরের নেতাকর্মী এবং সমর্থকদের এক কাতারে নিয়ে আন্তরিকতার বন্ধনে আবদ্ধ হওয়ার ক্ষুদ্র প্রচেষ্টার অংশ মিলন মেলা। দলীয় নেতাকর্মীরা সারাবছর নিজ নিজ কর্মকা-ে ব্যস্ত ও রাজনৈতিক কার্যক্রমে ব্যস্ত থাকার কারণে এক অঞ্চলের সঙ্গে অন্য অঞ্চলের এমনকি তৃণমূল নেতাকর্মীদের সাথে যোগাযোগ হয়ে ওঠে না। এজন্য আনন্দ ভাগাভাগি করে এবং উৎসবে মেতে উঠে একত্রিত হওয়ার সুযোগ পাবে এ মিলন মেলায়।
এছাড়া বলা হয়, এবছর মিলন মেলায় দুই হাজার ৫০০ জন রেজিস্ট্রেশন করেছেন। মিলন মেলায় নগর আ’লীগের সভাপতি এএইচএম খায়রুজ্জামান লিটন ও আওয়ামী পরিবারের মিলনমেলা-২০১৭ আয়জক মোহা. আসাদুজ্জামান আসাদসহ আ’লীগের নেতাকর্মী ও রাজশাহীর ৬টি আসনের সাংসদ সদ্যসরা উপস্থিত থাকবেন।
এসময় উপস্থিত ছিলেন, আওয়ামী পরিবারের মিলন মেলা-২০১৭ প্রেস ও মিডিয়া উপকমিটির আহ্বায়ক আফম মাহমুদুর রহমান দীপন, স্মরণিকা প্রকাশক শরিফুল ইসলাম, রফিকুজ্জামান, নাহিদ আক্তার নাহান, জিয়াউর রহমান, শরিফুল ইসলাম, নাসির উদ্দিন রুবেল, আতিকুল ইসলাম এমিল, রুবেল ও মাসুদ রানা প্রমুখ।

এ বিভাগের অন্যান্য সংবাদ