বৃহস্পতিবার, ৮ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২৫ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
নিজস্ব প্রতিবেদক
অপ্রীতিকর ঘটনা সংঘটিত হওয়ার প্রেক্ষিতে অনির্ধারিত ছুটি শেষে গতকাল শনিবার খুলেছে রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট)। গতকাল রাতে রুয়েট এর প্রেস এন্ড ইনফরমেশন সেকশনের উপপরিচালক এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, অনির্ধারিত ছুটি শেষে রুয়েটের আবাসিক ছাত্র-ছাত্রীরা অত্যন্ত শান্তিপূর্ণভাবে হলগুলোতে উঠেছে। গতকাল সকাল থেকেই সকল বিভাগের ক্লাশ ও অ্যাকাডেমিক কার্যক্রম শুরু হয়েছে। যে কোন অপ্রীতিকর ঘটনা ঠেকাতে ক্যাম্পাসে পর্যাপ্ত পুলিশ ও আনসার মোতায়েন রয়েছে।
ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. রফিকুল আলম বেগ সকল ছাত্র-ছাত্রীকে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখার জন্য অনুরোধ জানিয়েছেন।