বৃহস্পতিবার, ১৭ এপ্রিল, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ বৈশাখ, ১৪৩২ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক:
রোববার (৯ জুন) সন্ধ্যায় শপথ নিলেন এনডিএ সরকারের মন্ত্রিসভার সদস্যরা। সব মিলিয়ে ৭২ জন শপথ নেন এদিন। আর তার পরই বেসুরো বিজেপি এমপি সুরেশ গোপী। কেরলের গেরুয়া নেতা বলছেন, তাঁর এই পদ চাইনা। তিনি একজন সাংসদ হিসেবে ত্রিচূরের মানুষদের জন্য কাজ করতে চান।
ঠিক কী বলছেন সুরেশ? তাঁকে বলতে শোনা গিয়েছে, ”আমার লক্ষ্যই সাংসদ হিসেবে কাজ করা। আমি কিছুই চাইনি। আমি বলেছি আমার পদ চাই না। শিগগিরি এই পদ থেকে নিষ্কৃতি দেয়া হবে আমাকে। ত্রিচূড়ের ভোটারদের কোনো সমস্যা হবে না। তাঁরা জানেন আমি একজন সাংসদ হিসেবে ওঁদের জন্যই কাজ করব। আমাকে আমার ছবির কাজও করতে হবে।” প্রসঙ্গত, ৬৫ বছরের সুরেশ একজন অভিনেতা, টিভি সঞ্চালক ও প্লেব্যাক গায়কও।
কেরল থেকে মাত্র দুজন বিজেপি সাংসদ জায়গা করে নিয়েছেন মোদির ক্যাবিনেটে। তাঁদের অন্যতম সুরেশ। নিকটবর্তী প্রতিদ্বন্দ্বী সিপিআইয়ের সুনীল কুমারকে ৭৪ হাজার ভোটে হারিয়েছেন তিনি। কিন্তু এবার তিনি জানিয়ে দিলেন, মন্ত্রিত্ব তাঁর চাই না। সাংসদ হিসেবেই তিনি কাজ করতে চান। ওয়াকিবহাল মহলের ধারণা, মন্ত্রী হলে যে বাড়তি দায়িত্ব নিতে হবে তা সামলাতে হলে অভিনয় জগৎ থেকে দূরে সরে যেতে হবে সুরেশকে। কিন্তু তা চান না। তাই শপথ নেয়ার পরই পরিষ্কার জানিয়ে দিচ্ছেন, তিনি কেবল সাংসদই থাকতে চান।
তথ্যসূত্র: সংবাদ প্রতিদিন অনলাইন