রবিবার, ২৪ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ৯ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বিপিএলে ইনজুরিতে পড়ে জাতীয় দল থেকে ছিটকে গিয়েছিলেন শফিউল ইসলাম। যার কারণে খেলা হয় নি নিউজিল্যান্ড সিরিজ। তবে ইনজুরি কাটিয়ে ফেরায় ভারতের বিপক্ষে একমাত্র টেস্টে রুবেল হোসেনের জায়গায় সুযোগ পেয়েছেন তিনি।
বিপিএলের চতুর্থ আসরটা দুর্দান্ত কেটেছে শফিউলের। এমন পারফরম্যান্সের পর খুব স্বাভাবিকভাবেই নিউজিল্যান্ড সফরের স্কোয়াডে ছিলেন তিনি। কিন্তু বিপিএলের প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে বাউন্ডারি লাইনে ফিল্ডিং করতে গিয়ে তিনি ইনজুরিতে পড়লে কপাল খুলে রুবেলের।
শফিউলের চোটে সুযোগ পেয়ে নিউজিল্যান্ডে সীমিত ওভারে ক্রিকেটে ভালো করলেও টেস্টে উল্লেখ করার মতো কিছু করে দেখাতে পারেন নি রুবেল। যদিও নির্বাচকরা রুবেলের পারফরম্যান্সকে বিবেচনায় আনেননি, ‘অটোমেটিক চয়েজ’ হিসেবেই সুযোগ পেয়েছেন শফিউল।
বুধবার দল ঘোষণার পর সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেছেন, ‘নিউজিল্যান্ড সফরের আগে আমরা যে স্কোয়াড দিয়েছিলাম। সেখানে শফিউল আমাদের প্রথম পছন্দ ছিল। তার ইনজুরিতে রুবেলকে নেওয়া হয়েছিল। যেহেতু শফিউল ফিট আছে, ভালো ফর্মে আছে, সেই চিন্তায় তাকে নেয়া হয়েছে।’-বাংলা ট্রিবিউন