রবিবার, ৪ জুন, ২০২৩ খ্রিস্টাব্দ, ২১ জ্যৈষ্ঠ, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
বাংলাদেশ ক্রিকেট দলের আগামী সফরটি নিউজিল্যান্ডের মাটিতে। তার আগে অস্ট্রেলিয়ার মাটিতে বসবে অনুশীলন ক্যাম্প। তাসমানিয়া সাগরপাড়ের দুই প্রতিবেশীর ক্রিকেট পিচগুলোই পেস সহায়ক বলে খ্যাতি আছে। টাইগারদের লক্ষ্যও তাই শক্তিশালী পেস আক্রমণ নিয়ে বিমানে চাপার। কিন্তু সফরের জন্য ২২ সদস্যের দলে থাকা পেসাররা একের পর একে চোটে পড়ায় চিন্তা বাড়ছে টাইগার শিবিরে। মোহাম্মদ শহীদের পর যে ফর্মে থাকা আরেক পেসার শফিউল ইসলামও নিউজিল্যান্ড সফরে অনিশ্চিত হয়ে পড়েছেন। হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছেন শফিউল।
ঢাকা ডায়নামাইটসের বিপক্ষে মঙ্গলবার প্রথম কোয়ালিফায়ারের ম্যাচে হ্যামস্ট্রিংয়ের চোটে পড়েছিলেন শফিউল। ফিল্ডিং করতে গিয়ে চোট পেয়েছেন তিনি। বুধবার তার স্ক্যান করা হয়েছে। রিপোর্ট এখনও হাতে আসে নি। তবুও প্রাথমিক পর্যবেক্ষণের পর বিসিবির চিকিৎসকরা ধারণা করছেন কমপক্ষে দুই থেকে তিন সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে এই পেসারকে। এতে অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড-গামী বিমানে মাশরাফিদের সঙ্গী হওয়া হচ্ছে না তার।
খুলনা টাইটান্সের হয়ে বল হাতে দারুণ সময় কাটছিল পেসার শফিউলের। ১৩ ম্যাচে ১৮ উইকেট নিয়ে বুধবার সন্ধ্যা পর্যন্ত সর্বোচ্চ উইকেট শিকারির তালিকায় চারে আছেন। এদিনই ফাইনালে ওঠার দ্বিতীয় সুযোগ কাজে লাগাতে রাজশাহীর বিপক্ষে হোম অব ক্রিকেটে নেমেছে খুলনা। যাতে দলের সেরা পেসারকে ছাড়াই দ্বিতীয় কোয়ালিফায়ারের একাদশ সাজাতে হয়েছে মাহমুদউল্লাহকে।
শফিউলের চোট নিয়ে বিসিবির চিকিৎসক দেবাশিষ চৌধুরী সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘শফিউল বিশ্রামে আছে। তার এমআরআই রিপোর্টের অপেক্ষা করছি আমরা। এমনিতে এটি হ্যামস্ট্রিংয়ের চোট। হ্যামস্ট্রিংয়ে সামান্য চোট হলেও দুই থেকে তিন সপ্তাহ লেগে যাবে সারতে। তার হ্যামস্ট্রিং স্ট্রেইন আছে বলে জেনেছি। সেক্ষেত্রে কমপক্ষে তিন সপ্তাহ লাগবে সেরে উঠতে।’
অন্যদিকে নিজের চোট প্রসঙ্গে শফিউল সংবাদ মাধ্যমকে বলেছেন, ‘গত ম্যাচের ফিল্ডিংয়ের সময় পড়ে গিয়ে চোট পেয়েছি। হ্যামস্ট্রিংয়ে চোট লেগেছে। এখন ব্যথা আছে। আজ (বুধবার) এমআরআই করিয়েছি। রিপোর্ট হাতে আসেনি। শঙ্কার কথা যে আমার হয়তো নিউজিল্যান্ড যাওয়া হচ্ছে না।’
চোটে পড়া আরেক পেসার মোহাম্মদ শহীদের বিকল্প হিসেবে রুবেল হোসেনকে অন্তর্ভুক্ত করে অজি-কিউই সফরের জন্য মঙ্গলবার ২২ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বিসিবি। তার পরপরই এলো শফিউলের দুঃসংবাদটি। বোর্ডের একটি সূত্র বলছে, দেড় মাসের আগে শফিউলের মাঠে ফেরা সম্ভব না। এ অবস্থায় তার বিকল্প নিয়েও ভাবতে শুরু করেছেন নির্বাচকরা। পেসার কামরুল ইসলাম রাব্বিই তার বিকল্প হিসেবে নির্বাচকদের প্রথম পছন্দ বলে জানা গেছে!
উল্লেখ্য, আগামী ২৬ ডিসেম্বর থেকে নিউজিল্যান্ডে শুরু হবে বাংলাদেশের তিনটি করে ওয়ানডে ও টি- টোয়েন্টি ও দুই টেস্টের সিরিজ।