সোমবার, ২৫ সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ, ১০ আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ ।
সোনার দেশ ডেস্ক
অতি দ্রুত এগিয়ে চলেছে প্রযুক্তি। প্রতিদিন প্রতি মুহূর্তে আপগ্রেড হচ্ছে। এমতাবস্থায় শুধু কম্পিউটার জানলেই চলছে না। কম্পিউটারে কে কত দ্রুত কাজ করতে শেষ করতে পারে, তারও প্রতিযোগিতা চলছে পাল্লা দিয়ে। আর কম্পিউটারে দ্রুত কাজ করতে গেলে শুধু মাউজের উপর ভরসা করলে তো হয় না। কি বোর্ডের ফাংশনটা যার যত আয়ত্তে, তিনি কম্পিউটারের সামনে তিনি তত স্মার্ট।
কি বোর্ডের একেবারে উপরে ঋ১ থেকে ঋ১২ পর্যন্ত পরপর কয়েকটি অপশন থাকে। নিশ্চয়ই জানেন। আপনি হয়তো জানেন, কিন্তু অনেকেরই অজানা যে, ওই কবু গুলিই কম্পিউটারের সামনে আপনাকে স্মার্ট করে তুলবে। দ্রুত কাজ সেরে ফেলার পক্ষে যথেষ্ট। আসুন দেখে নেয়া যাক, ঋ১ থেকে ঋ১২-এর কোনটির কী কাজ।
ঋ১: প্রায় সব প্রোগ্রামেরই হেল্প স্ক্রিন খুলে যায় এই কবু টিপলে। অর্থাৎ ধরুন আপনি কোনো একটি প্রোগ্রাম সম্পর্কে জানেন না। ঋ১ টিপলেই সংশ্লিষ্ট প্রোগ্রাম সম্পর্কে বিস্তারিত তথ্য ও প্রশ্নোত্তর-সহ একটি স্ক্রিন খুলে যাবে আপনার ডেস্কটপে।
ঋ২: কোনো একটি ফাইল বা ফোল্ডারের ৎবহধসব দিতে গেলে, অনেকেই মাউজের সাহায্য নেন। শর্টকাটটা হল ঋ২। মাউজের প্রয়োজনই পড়বে না।
ঋ৩: কোনও একটি অ্যাপ্লিকেশনের (সেই মুহূর্তে যে অ্যাপ্লিকেশনটি ব্যবহার করছেন) সার্চ ফিচার খুলে যায় এই কবু টিপলে।
ঋ৪: উইন্ডো বন্ধ করার জন্য ঋ৪ দারুণ শর্টকাট। অষঃ+ঋ৪ টিপলে অ্যাক্টিভ উইন্ডো বন্ধ হয়ে যাবে।
ঋ৫: কোনো একটি পেজ রিফ্রেশ বা রিলোড করতে গেলে খামোখা মাউজ নাড়াচাড়ায় সময় নষ্ট না করে ঋ৫ টিপে দিন।
ঋ৬: এই কবু টিপলে ইন্টারনেট ব্রাউজারে কারসার সোজা চলে যায় অ্যাডড্রেস বার-এ।
ঋ৭: মাইক্রোসফট ওয়ার্ড বা কোনো অ্যাপ্লিকেশনে কিছু লেখার পর বানান ও ব্যাকরণগত কোনো ভুল থাকলে ধরিয়ে দেবে ঋ৭।
ঋ৮: উইন্ডোজের বুট মেনুকে ব্যবহার করতে পারবেন এই কবু-এর মাধ্যমে।
ঋ৯: মাইক্রোসফট ওয়ার্ডে কোনো ডকুমেন্ট রিফ্রেশ করতে চাইলে ও মাইক্রোসফট আউটলুকে ই-মেল পাঠানো ও রিসিভের কাজ মিটে যায় এই শর্টকাট কবু-এর সাহায্যে।
ঋ১০: কোনো একটি অ্যাপ্লিকেশনে মেনু বার আনতে গেলে বেশির ভাগ মানুষই রাইট ক্লিক করেন মাউজে। দরকারই পড়ে না যদি আপনি ংযরভঃ+ঋ১০ ব্যবহার করেন। রাইট ক্লিকেরই কাজ করে।
ঋ১১: ইন্টারনেট ব্রাউজারে ফুলস্ক্রিন মোডে ঢুকতে ও বেরতে কাজ করে ঋ১১ কবু।
ঋ১২: মাইক্রোসফট ওয়ার্ডে ডকুমেন্ট ঝধাব ধং করতে গেলে মাউজের সাহায্য না নিয়ে এই কবু-এ শর্টকাটে সেরে ফেলুন। সূত্র : এই সময়