সোমবার, ১৭ ফেব্রুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, ৪ ফাল্গুন, ১৪৩১ বঙ্গাব্দ ।
জয়পুরহাট প্রতিনিধি
বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নির্দেশকে অনুসরণ করে শহর বিএনপি’র সাধারণ সম্পাদক উজ্জল প্রধান নিজস্ব অর্থায়নে অসহায়, দুঃস্থদের মাঝে বিনামূল্যে দেড় হাজার কম্বল বিতরণ করলেন।
মঙ্গলবার (১৪ জানুয়ারি) সকাল ১১টায় আনুষ্ঠানিকতায় নতুন হাটের নিজস্ব বাসভবনের সামনের চত্বরে শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, শহর বিএনপি’র সভাপতি আলহাজ্ব অধ্যাপক অবসরপ্রাপ্ত মোঃ আমিনুর রহমান বকুল।
শহর বিএনপি’র আয়োজনে অনুষ্ঠিত শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য প্রদান করেন, বিএনপি’র রাজশাহী বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক এ.এইচ.এম ওবাইদুর রহমান চন্দন। বিশেষ অতিথির বক্তব্য দেন, জেলা বিএনপি’র আহবায়ক গোলজার হোসেন, যুগ্ম আহবায়ক মাসুদ রানা প্রধান, সদর থানা বিএনপি’র সাধারণ সম্পাদক আবু বক্কর সিদ্দিক, সদর থানা বিএনপি’র সাংগঠনিক সম্পাদক মোস্তাফিজুর রহমান, শহর বিএনপি’র সাধারণ সম্পাদ আলহাজ্ব আবু রায়হান উজ্জল প্রধান, সাবেক যুগ্ম আহবায়ক মামুনুর রশিদ মামুন, জেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক তৈয়বুর রেজা, জেলা কৃষক দলের সদস্য সচিব মঞ্জুরে মওলা পলাশ, জেলা মহিলা দলের সভানেত্রী পারভীন আক্তার রুলি, সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান জাহেদা কামাল ও সদর থানা ভারপ্রাপ্ত ওসি শাহেদ আল মামুন প্রমুখ।