শনিবার, ১৩ আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ, ২৯ শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ ।
শহিদ এএইচএম কামারুজ্জামানের জন্মদিনে তাঁর সমাধিতে রাবি উপাচার্য পুষ্পস্তবক অর্পণ ও মোনাজাত করেন
সংবাদ বিজ্ঞপ্তি :
জেল হত্যাকাণ্ডে শহিদ জাতীয় চার নেতার অন্যতম এএইচএম কামারুজ্জামানের ৯৯তম জন্মদিন উপলক্ষে রোববার (২৬ জুন) সকাল ৮টায় রাজশাহী বিশ^বিদ্যালয় (রাবি) উপাচার্য প্রফেসর গোলাম সাব্বির সাত্তার স্থানীয় কাদিরগঞ্জে শহিদের সমাধিতে পুষ্পস্তবক অর্পণ করেন।
এসময় উপ-উপাচার্য প্রফেসর চৌধুরী মো. জাকারিয়া, উপ-উপাচার্য প্রফেসর মো. সুলতান-উল-ইসলাম, কোষাধ্যক্ষ প্রফেসর (অব.) মো. অবায়দুর রহমান প্রামানিক, রেজিস্ট্রার প্রফেসর মো. আবদুস সালাম, প্রক্টর প্রফেসর মো. আসাবুল হক, ছাত্র উপদেষ্টা এম তারেক নূর, জনসংযোগ দপ্তরের প্রশাসক প্রফেসর প্রদীপ কুমার পাণ্ডেসহ অনুষদ অধিকর্তা,
ইনস্টিটিউট পরিচালক, বিভাগীয় সভাপতি, হল প্রাধ্যক্ষ, শিক্ষক সমিতির সভাপতি, মুক্তিযুদ্ধের চেতনা ও মূল্যবোধে বিশ্বাসী প্রগতিশীল শিক্ষক সমাজের নেতৃবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন। পুষ্পস্তবক অর্পণের পর তাঁরা শহীদের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত করেন।